হাদিস - ১২৮ আলী রা: কিছু লোককে পাঠালেন মুহাম্মদ বিন মাসলামা রা: কে উনার কাছে নিয়ে

 
Written By Sanjir Habib On Jul-30th, 2016

হাদিস - ১২৮
আলী রা: কিছু লোককে পাঠালেন মুহাম্মদ বিন মাসলামা রা: কে উনার কাছে নিয়ে আসার জন্য।

তাদের বলে দিলেন, যদি সে না আসতে চায় তবে তাকে বহন করে নিয়ে আসবে।

উনি আসতে অস্বিকৃতি জানালেন।

আগন্তুকরা বললেন, আমাদের হুকুম করা হয়েছে যদি উনার কাছে আপনি না যেতে চান তবে, আপনাকে বহন করে উনার কাছে নিয়ে যেতে।

উনি জবাব দিলেন, তাহলে তোমরা ফিরে যাও এবং উনাকে বলবে:

আপনার চাচাতো ভাই আর আমার বন্ধু আমাকে জানিয়েছেন,

শিগ্রই ফিতনা, বিভক্তি ও বিতর্ক দেখা দিবে।
তখন তুমি বাসায় বসে থাকবে এবং তোমার তলোয়ার ভেঙ্গে ফেলবে।
যতক্ষন না তোমার উপর মৃত্যুর লিখনি চলে আসে, অথবা কোনো অপরাধীর হাত আসে।
তাই আল্লাহকে ভয় কর হে আলী। এবং তুমি সেই অপরাধীর হাত হয়ো না।

তারা ফিরে এসে আলী রা: কে এই কথা বললো।
তিনি বললেন: তার জন্য দোয়া করো।

[ মুসান্নাফ ইবনে আবি শায়বা - 36538 ]
http://library.islamweb.net/hadith/display_hbook.php?indexstartno=0&hflag=&pid=58353&bk_no=96&startno=127