And I thought she was the only singer from the generation with a "class".
Anyway. Keep watching.
মানবজমিন - 25-Apr-2021 11:16 pm
'আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি'![]() জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আজ সন্ধ্যায় তিনি এক ফেসবুক পোস্টে জানালেন তিনি আর স্বামী জায়েদের সাথে থাকছেন না। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছে। এখনও বিচ্ছেদ না হলেও আলাদা হওয়ার ইঙ্গিতও দিয়েছেন এ গায়িকা। ন্যান্সি তার ফেসবুক পোস্টে লিখেন, আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লা কে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত একক ভাবে জায়েদের। যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘ দিনের বন্ধু কাজেই বোঝা পড়া টা মন্দ নয়। তবে নাটকীয় ভাবে বলবোনা - আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরি সম্পর্ক তৈরী না হলে নিশ্চই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদ কে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যা, আমাদের এখন
|
না ডুবাই, না ভাসাই
না ভাসাই, না ডুবাই
-- ন্যান্সি।