নামাজের সময়ের সাথে সাথে এর ওয়াক্তের শেষ সময় এখন একটা ফ্রিকুয়েন্ট ডিমান্ড।

 
Written By Sanjir Habib On Dec-19th, 2017

নামাজের সময়ের সাথে সাথে এর ওয়াক্তের শেষ সময় এখন একটা ফ্রিকুয়েন্ট ডিমান্ড।


কিন্তু এর সমস্যা হলো শেষ সময় বলতে নির্দিষ্ট একটা সময় বুঝায় না। এবং বিভিন্ন ব্যখ্যা অস্পষ্টতা আছে।

সাধারন জনতা দাবি করতে পারে “ভাই এত এখতেলাফ নিয়ে আলোচনা করবেন না প্লিজ। একটা দিয়ে দেন যেন আমরা ফলো করতে পারি।”

কিন্তু দেবার পর আলোচনা পর্যালোচনা সমালোচনার দরজা খুলে যাবে।

তাই সব ইখতেলাফ না হলেও কিছু ইখতেলাফ আলোচনা করছি।


ফজরের শেষ সময় কখন? সূর্যোদয়ের সময়।

কিন্তু এর পর এশরাক?
আমি অনুসরন করি ১৫ মিনিট।
এই দেশে ঐতিহাসিক ভাবে বলা হয় ২৩ মিনিট।

এখানে আছে আরো কথা
https://www.facebook.com/habib.dhaka/posts/10154218392093176


জোহর শেষ কখন?

আমি অনুসরন করি ছায়া যখন বস্তুর দৈর্ঘ্যের সমান হয় তখন। মানে হানাফি ছাড়া অন্যান্য মাজহাবে যখন আসর আরম্ভ হয় তখন।

কিন্তু সাধারন ভাবে অনুসরন করা হয় আসরের আগে পর্যন্ত।

সে হিসাবে গরম কালে পোনে ৫ টায় জোহর পড়লেও ঠিক। কিন্তু যে কেউ দেখে বলবে সে কাজা পড়ছে।


আসর শেষ কখন?

সূর্য যখন জ্যতি হারায় তখন মাকরুহ আরম্ভ।
কিন্তু মাকরুহ হলেও পড়তে হবে যতক্ষন না সূর্য ডুবা আরম্ভ করে।

কোনটা দিবো ক্যলেন্ডারে? মাকরুহ মানে ওয়াক্ত শেষ না। আবার ডুবা আরম্ভ পর্যন্ত দেরি করলে সে মাকরুহ ওয়াক্তে পড়বে।

সূর্য জ্যতি হারানোর সময় আমি ধরি সূর্যাস্তের ৩০ মিনিট আগে। কিন্তু এটা আমার অবজার্ভেশন থেকে। কোনো স্ট্যন্ডার্ড নেই।


মাগরিব শেষ কখন?

সাধারন কাউকে জিজাসা করেন, বলবে মাগরিবের ওয়াক্ত ২০-২৫ মিনিট থাকে।

হানাফিতে আকাশের লাল আভা চলে যাওয়ার আগ পর্যন্ত।

মাগরিব শেষ হলেই কি ইশা আরম্ভ হয়? অধিকাংশ আলেম বলবে হ্যা।

সে হিসাবে মাগরিবের সময় ইশার আরম্ভ পর্যন্ত।

গরম কালে সোয়া আটটর দিকে যদি কেউ মাগরিব পড়ে? কাজা হবে?

আমি অনুসরন করি নটিক্যল টোয়ালাই ১২ ডিগ্রি দিগন্তের নিচে ফরমুলা।

এটা সূর্যাস্তের পরে ১ ঘন্টার মত। এবং ১ ঘন্টা পরেও আকাশে লাল থেকে যায় দেখেছি।

কিন্তু স্ট্যন্ডার্ড নেই।


ইশা শেষ কখন?

ইশার মাকরুহ ওয়াক্ত কখন আরম্ভ হয়? মধ্যরাতে।

ইশার শেষ? শেষ রাত পর্যন্ত। ফজরের আজান দেবার আগ পর্যন্ত।

সেটাই দেবো?

অনেক প্রশ্ন।


যাই হোক এই সবগুলো সময় দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। কিছু দিনের মাঝে।