কমন প্রশ্ন :

 
Written By Sanjir Habib On Dec-8th, 2017

কমন প্রশ্ন :

“অমুক বলেছেন মাহদি না কি আগামি ২, ৪, ৫ বছরে আসবে। এব্যপারে আপনি কি বলেন?”

এই সময়ের মাঝে আসবে বলে আমি বিশ্বাস করি না।

“কিন্তু হাদিসে আছে, বা হিসাবে এই আসে। এটা অস্বিকার করবেন?”

আপনার দেয়া সময়টা যখন পার হয়ে যাবে আর উনি না আসবেন, তখন আপনি কি বলবেন? কিছু একটা ব্যখ্যা নিয়ে আসবেন নিশ্চই? ধরে নেন সেই ব্যখ্যাটাতে আমি এখনই বিশ্বাস করছি।

“আসবে না বলছেন কেন?”

কারন সব কিছুর একটা সময়, পরিবেশ পরিস্থিতি আছে। এবং এগুলো হতে সময় লাগে।

মনে করেন আজকে রাতে কেউ মক্কা দখল করে বললো আমি মাহদি।
আপনি কি করবেন? তাকে অস্বিকার করবেন।
কেন? কারন সেই সময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয় নি। এর আগে কোথা থেকে আসলো?

“তাহলে কি করলে সেই পরিস্থিতি তৈরি হবে?”

প্রচুর ঘটনা ঘটতে হবে যেগুলো ১, ২ বা ৪ বছরের মাঝে হয়ে শেষ হতে পারবে না। আরো লম্বা সময় লাগবে।

“দু একটা বলেন।”

যেমন জেরুজালেম মুসলিমদের দখলে আগে আসতে হবে।

“…এইডা কোথায় পাইলেন? তাইলে তো বলতে হয়…..”

ভাই আপনি জিজ্ঞাসা করেছেন বলে বলেছি। বাকিটা আপনি খুজে নেন।

Narcissist comments:

“আমি এই সব নিয়ে চিন্তা করি না। যখন আসার আসবে। আমাদের কাজ হলো এগুলো নিয়ে চিন্তা আলোচনা না করে ____ এই কাজ করতে থাকা।”

উত্তর : আচ্ছা।

“এই সমস্ত আলোচনা মুসলিমদের অথর্ব করে রাখে। মানুষ মনে করে আমাদের কিছু করার দরকার নেই, এই মাহদি আসলো বলে। বরং আমাদের উচিৎ কারো জন্য অপেক্ষা না করে নিজেরা _____ এই এই করা।”

উত্তর : Indeed.

“এই সব নিয়ে আলোচনা করাও ফিতনা। এই স্টেটাস মুছে দিন।”

অকে। ফিতনা পোষ্ট যেন আপনার কাছে না যায় সেই ব্যবস্থা করে দিচ্ছি। নাম দিন। :V