কোরআন শরিফের স্টেন্ডার্ড ছাপা :

 
Written By Sanjir Habib On Sep-19th, 2017

কোরআন শরিফের স্টেন্ডার্ড ছাপা :


“আপনি যে বলেন এক পৃষ্ঠা, পৃষ্ঠা বলতে কি বুঝায়? একেক ছাপায় একেক পৃষ্ঠা একেক রকম হবে।”

পড়ার সময় আমরা যে কোনো কোরআন শরিফ দেখে পড়তে পারি। তবে মুখস্ত করার সময় রেন্ডম কোনো ছাপা নেয়া হয় না। বরং এর জন্য নির্দিষ্ট কিছু স্ট্যন্ডার্ড আছে, শুধু সেগুলো অনুসরন করা হয়।

এই উপমহাদেশে এই ছাপাগুলোকে বলে “হাফেজি কোরআন"।
বাহিরের দেশে বলে "উথমানী প্রিন্ট"।

যে কোনো দোকানে গিয়ে “হাফেজি কোরআন” বললে পাবেন। এর লিখাগুলো সব সময় দিল্লি প্রিন্টের মত বাকানো হয়।

আর সৌদি থেকে যত কোরআন শরিফ হাজ্জিরা নিয়ে আসে সবগুলো উথমানী প্রিন্ট, হাফেজি স্ট্যন্ডার্ড।

বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় হাফেজরা শুধুমাত্র হাফেজি কোরআন দেখে হিফজ করে।


“হাফেজি আর অন্যান্য কোরআন শরিফে পার্থক্য কি?”

হাফেজি কোরআনে,
- ২০ পৃষ্ঠায় ১ পারা হয়।
- প্রতি পৃষ্ঠার শেষে, শেষ আয়াতটা শেষ হয়ে যায়। অন্য পৃষ্ঠা থেকে নতুন আয়াত। কখনো কোনো আয়াত দুই পৃষ্ঠায় বিস্তার লাভ করে না।
- প্রতি পৃষ্ঠায় ১৫ লাইন করে থাকে।
- ৬০০ পৃষ্ঠায় পুরো কোরআন শরিফ, ৩০ পারা গুন ২০ পৃষ্ঠা প্রতি পারায়। বাস্তবে ৬০৪ বা ৬১৪ থাকে।


“এইটাই কেন? অন্য ছাপা ব্যবহার করে না কেন?”

পৃষ্ঠা ঠিক রাখার জন্য।

যদিও দিল্লি আর সৌদিতে সামান্য পৃষ্ঠাগত পার্থক্য আছে। এক-দুই আয়াত এদিক সেদিক কিন্তু বেসিক্যলি একই।

দ্বিতীয়তঃ আপনি যতবার মুখস্ত থেকে পড়তে থাকবেন ঐ পৃষ্ঠাগুলো আপনার চোখে ভাসবে। তাই স্ট্যন্ডার্ড একটা কোরআন থেকে শিখলে প্রতিবার রিভিশনের জন্য সহজ হবে। একই জিনিস যেহেতু দেখছেন।


“আমি কিভাবে বুঝবো আমার কোরআন শরিফ হাফেজি কিনা?”
দুই নম্বরে বর্নিত পয়েন্টগুলো চেক করে দেখেন।

আমি ব্যবহার করি সৌদি ওথমানি প্রিন্ট। এখানে পাবেন প্রতি পৃষ্ঠার স্কেন।

http://habibur.com/quran/page/

যদি বিদেশে থাকেন তবে দোকানের প্রায় সব কোরআনই সৌদি প্রিন্ট এই রকম হাফেজি। তবে এই উপমহাদেশে এর ব্যতিক্রম প্রিন্টও বিক্রয় হয়।


“আমি এপ ব্যবহার করি। চলবে না?”

বিদেশি কোরআন এপেগুলোর অনেকগুলোতে হাফেজি ফরমেটে দেখায়। বাইরে সবাই যেহেতু এই স্টাইলে পড়ে অভ্যস্ত তাই।

যেমন এন্ড্রয়েড এর সবচেয়ে জনপ্রীয় এপ এই ফরমেটে দেখায়।

https://play.google.com/store/apps/details?id=com.quran.labs.androidquran&hl=en

আমি এটা ব্যবহার করি।


“অন্য এপ যেখানে সাইডে অর্থ দেখায়, বা আমপারা, বা ওজিফার বই দেখে যদি আমি শিখি?”

একটা-দুটো সুরা শেখার জন্য ঠিক আছে। যেমন সুরা আর-রহমান বা ওয়াকিয়া শিখলেন। কিন্তু পারা ধরে মুখশ্ত করতে হলে আপনাকে হাফেজি কোরআনে যেতে হবে।


FAQ:
“ভাই আমি শুধু কলকাতা ফন্টে পড়তে পারি। এটা আমার কাছে সহজ লাগে। কলকাতা ফন্টে হাফেজি কোরআন নেই?”

জানা নেই।