কোরআন শরিফ শেখার জন্য আরো কিছু টিপস :

 
Written By Sanjir Habib On Aug-25th, 2017

কোরআন শরিফ শেখার জন্য আরো কিছু টিপস :


মনে করেন আয়াতের মাঝে فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ এসেছে। আমি “মুসতাকাররু ওয়া মুসতাওদাউ” এভাবে মুখস্ত করার চেষ্টা করবো না। বরং শুধু قرر শব্দটা শিখবো অর্থ সহ। এর পর ودع শিখবো। দুটোই যেহেতু তিন অক্ষরের ছোট শব্দ, শেখা সহজ। এর পর مستفعل আরবীর একটা ফর্ম আছে সেই ফরমে ট্রান্সফর্ম হয়েছে শব্দগুলো, এটা মনে রাখতে হবে। সহজ হয়ে যাবে।


কোন আয়াতের পর কোন আয়াত এটা মনে রাখার একটা টেকনিক হলো story board টেকনিক। প্রতিটা আয়াতের key word এর icon ছবির মত আলাদা একটা কাগজে একে explicitly visualize করা। এর পর মনে রাখা সহজ হয়ে যায়। এটা এখন করার চেষ্টা করছি।

এখানে এই ভদ্রলোক এই টেকনিকটা বর্ননা করছেন। আরবীতে।
https://youtu.be/uf-SkE3Kh2w?t=10m

রিমাইন্ডার: প্রানীর ছবি আকা নিষিদ্ধ। আমাদের মাজহাবে। তাদের মাজহাবে কি জানি না। এর অলটারনেট চিন্তা করলেই বের করতে পারবেন ইনশাল্লাহ।


এই ভিডিওতে আরো কিছু টিপস পাবেন। ইংরেজিতে। মেয়েদের জন্য এই লিংক। উনিও ভিজুয়েল ইমেজের কথা বলেছেন।
https://www.youtube.com/watch?v=TayZp7gxYxk

এরকম আরো অনেক টিপস আছে ইউটুবে। খুজলে পাবেন। সব টিপস সবার কাজে লাগবে তা না। যেটা যার জন্য ইফেকটিভ হয়।