কোরআন শরিফ যারা শিখছেন,

 
Written By Sanjir Habib On Aug-10th, 2017

কোরআন শরিফ যারা শিখছেন,


ছয় পৃষ্ঠা হয়ে গেলে একজন হাফেজকে শুনাতে হবে। হুড়মুড় করে না শুনিয়ে, দৈনিক ১ পৃষ্ঠা করে শুনানো ভালো। আজকে যেটা শুনালাম সেটার ভুলগুলো মার্ক করে রেখে পরদিন সেটা শুদ্ধ করে আবার শুনাতে হবে। এর সাথে নতুন আরেক পৃষ্ঠা। সেটার ভুলগুলো আবার মার্ক করে রাখতে হবে।


ইন্ডেক্সিংটা জরুরী। যেন উল্টো পাল্টা না হয়ে যায়। এর জন্য এখন যা করছি।


সময় একদম কমিয়ে দিয়ে, কতটুকু স্টেডিলি শেখা যায় সেটা দেখার বিষয়। কারন কোনো সপ্তাহে সময় খুব বেশি দিয়ে এর পরে যেন উৎসাহ কমে না যায়।

আল্লাহ তায়ালা সহজ করুন।