আগামি মাসের (অগাস্ট) ২৭ তারিখে আমেরিকার পূর্ব থেকে পশ্চিম ক্রস করে বিশাল পূর্ন

 
Written By Sanjir Habib On Jul-27th, 2017

আগামি মাসের (অগাস্ট) ২৭ তারিখে আমেরিকার পূর্ব থেকে পশ্চিম ক্রস করে বিশাল পূর্ন সূর্যগ্রহন হবে। একেবারে অন্ধকার রাত্রির মত হয়ে যাবে কয়েক মিনিটের জন্য। মাঝ দুপুরে।

এই গ্রহনটা হবে এই জিলহজ্জ মাস আরম্ভের আমাবস্যায়। সব সূর্যগ্রহন আমাবস্যাতে হয়।

এরকম আমেরিকার এমাথা থেকে ওমাথা গ্রহন এর আগে হয়েছিলো ১০০ বছর আগে। ১৯১৮ সালে।

এখন থেকে ঠিক ১০ বছর পর আরব ভুমিতেও এরকম একটা পূর্ন সূর্য গ্রহন হবে। ২০২৭ সালের অগাস্টে। এটা রবিউল আউয়াল আরম্ভের আমাবস্যা। গ্রহনটা হবে আফ্রিকার উত্তরে মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, মিশর থেকে আরম্ভ করে সিরিয়া সৌদি ইয়েমেন পর্যন্ত। মক্কা মদিনা অন্ধকার হয়ে যাবে জোহরের সময়। সবগুলোই আরব দেশ।