সূর্যাস্ত এবং ইফতারি: কিছু FAQ

 
Written By Sanjir Habib On May-31st, 2017

সূর্যাস্ত এবং ইফতারি: কিছু FAQ


“আমি GPS লোকেশন দিয়ে ইফতারির সময় বের করি। আমাকে কি কিছু যোগ করতে হবে?”

Horizontal Dip, Refraction আর Rounding এর জন্য দুই মিনিট যোগ করবেন।


“কিন্তু হাদিসে দেরিতে ইফতার করতে যে নিষেধ আছে?”

সূর্য ডুবে যাবার পরও ইফতার করতে দেরি করা — “দিনের আলো এখনও প্রচুর আছে” বলে – এটা করতে নিষেধ করেন উলামা গন। অনেকের মনে সন্দেহ হয় এখনোতো দিন, ইফতার করবো?

শিয়ারা সূর্য ডুবার পর পর ইফতার করে না। দিনের আলো চলে যাবার পর যখন আকাশে তারা দেখা যায় তখন তারা ইফতারের সময় হিসাব করে। জাফরি ফিকাহ। দেরিতে ইফতার করা বলতে আমি এটা বুঝি।

ইহুদিরাও এইভাবে তারকা দেখে রোজা ভাঙ্গে।

আর মুসলিমরা ভাঙ্গে সূর্যাস্ত দেখে, যখন প্রচুর দিনের আলো আছে। দেরি না করে।


“আপনি সাবধানতার জন্য যে পয়েন্টগুলো লিখেছেন এগুলো সব কনসিডারে নিয়েই সূর্যাস্ত হিসাব করে। মানে সূর্যাস্তের সময়ের সাথে এগুলো অলরেডি যোগ করা আছে।”

সংখ্যাগুলোতে আমি এরকম কিছু দেখছি না। নেটে এর উপর যে আর্টিক্যল আছে সেখানেও এই ধরনের কথা নেই। এবং বিষয়গুলো আমার কাছে পরিষ্কার। আপনি আমার থেকে এ ব্যপারে বেশি জানলে আমাকে বুঝাতে পারেন।


“তাহলে শুধু সূর্যাস্তের সময়ের সাথে সাবধানতা যোগ করেন কেন? সূর্যোদয়ে যোগ করেন না কেন? অন্যান্য সময় গুলোতে যোগ করেন না কেন?”

Dip/Refraction এগুলো শুধু সূর্যাস্ত/সূর্যোদয়ের সময়ে সিগনিফিকেন্ট। অন্য সময়গুলোতে না। আর সূর্যোদয়ের সময় সাবধানতার জন্য এক মিনিট আগিয়ে আনার সুযোগ নেই। মানুষ সে ক্ষেত্রে সময় থাকলেও সূর্য উঠে গিয়েছে ধারনা করে ফজরের নামাজ কাজা করবে।


“ইসলামিক ফাউন্ডেশনের ক্যলেন্ডারে ভুল আছে। তারা ৩-৪ মিনিট যোগ করে।”

এখানে এর ব্যখ্যা আছে।
https://www.facebook.com/notes/sanjir-habib/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%93-%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF/10154966409594167/

“আপনি কিছু জানেন না। এখন যে GPS দিয়ে App দিয়ে একুরেট টাইম বের করা যায় এটা জানেন?”

আপনার GPS লোকেশনের টাইমে আপনি ইফতার করবেন। আরেকজনের লোকেশনে আরেকজন। বিষয় হলো, আপনার GPS লোকেশনের সময় নেটে দিয়ে শহরের সবাইকে ঐ সময়ে ইফতার করতে বলছেন কেন? এবং ইসলামিক ফাউন্ডেশনের ক্যলেন্ডার ভুল একথা বলছেন কেন?

এটা জানা কথা যে ইসলামিক ফাউন্ডেশনকে পুরো ঢাকা জেলার জন্য ক্যলেন্ডার করতে হয়। আপনার বা আমার লোকেশনের উপর না।


“আপনি শুধু উত্তর দক্ষিন বুঝেন। পূর্ব পশ্চিম সম্পর্কে আপনার কোনো ধারনাই নেই।”

ভাবিয়ে তুললো।

#HabibFAQ