১ এ দেশে হানাফি ইমামের পেছনে যখন আহলে হাদিস কেউ নামাজ পড়ে তখন ৩য় তকবিরে হাত না

 
Written By Sanjir Habib On May-29th, 2017


এ দেশে হানাফি ইমামের পেছনে যখন আহলে হাদিস কেউ নামাজ পড়ে তখন ৩য় তকবিরে হাত না তুলে স্থির থাকে। যেহেতু আহলে হাদিসে এই নিয়ম নেই।


সৌদিতে রমজানে ৩য় রাকাতে ইমাম যখন দোয়া করতে থাকে। তখন হানাফি অনেকে তাদের মত হাত না তুলে সোজা দাড়িয়ে থাকে। যেহেতু হানাফি মাজহাবে বেতের রুকুর পরে দোয়া নেই।


দুটোর কোনোটাতে সমস্যা নেই। দুটোই ঠিক।


আমি হানাফি ইমামের পেছনে হানাফি নিয়মে পড়ি। সৌদিতে গেলে তাদের ইমামের পেছনে তাদের মত।