কোরআন শরিফ পড়ে যে কয়েকটা জিনিষের উপর আমার ধারনা বদলিয়েছে।

 
Written By Sanjir Habib On Apr-10th, 2015

কোরআন শরিফ পড়ে যে কয়েকটা জিনিষের উপর আমার ধারনা বদলিয়েছে।

১। ছোট বেলা দেখতাম মানুষ কবরের আজাবকে সবচেয়ে বেশি ভয় করে। মোনাজাতের কান্না, হুজুরের বয়ান, কবরের “মোজাকারা” এগুলো থেকে এই ধারনা হয়েছিলো। এর পর দ্বিতীয় ভয় ছিল জাহান্নামের।

কোরআন শরিফ পড়ে মনে হলো আল্লাহ তায়ালা বরং হাশরের মাঠের ভয় মানুষকে বেশি দেখিয়েছেন। জাহান্নামের কথাও আছে। কিন্তু মনে হলো হাশরের মাঠের কথা সবচেয়ে বেশি।

২। বয়ান শুনে ধারনা করেছিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের হলো হবচেয়ে গুরুত্বপূর্ন। কোরআন শরিফ পড়ে মনে হলো আল্লাহ তায়ালা বরং “তাকওয়ার” কথা সবচেয়ে বেশি বলেছেন। শব্দটার ব্যখ্যা যাই হোক না কেন।