দোয়া - ১ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত নাবী ﷺ বলেছেনঃ শোয়ার সময় যদি

 
Written By Sanjir Habib On May-20th, 2017

দোয়া - ১
আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত নাবী ﷺ বলেছেনঃ শোয়ার সময় যদি এই দুআটি কেউ তিনবার পড়ে তবে তার গুনাহর সংখ্যা যদি
সমুদ্রের ফেনার মত
বা গাছের পাতার মত
বা মরুভূমির বালুর মত
বা দুনিয়ার দিনের সংখ্যার মত
হয় তবুও আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন।

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

আস্তাগফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাউয়ুম, ওয়া আতুবু ইলাইহি।

অর্থ :
আমি মাফ চাই আল্লাহর কাছে
যিনি জীবিত ক্ষমতাশীল।
আমি উনার দিকে ফিরলাম।

তিরমিজী - ৩৩৯৭

দ্বিতীয় হাদিসে আছে যে এটা পড়বে তাকে মাফ করে দেয়া হবে যদিও সে যুদ্ধ ময়দান থেকে পালায়।

তিরমিযি এবং আবু দাউদ।

#HabibDua