মাজহাবগত পার্থক্য - ১৬ : সময়

 
Written By Sanjir Habib On Mar-25th, 2017

মাজহাবগত পার্থক্য - ১৬ : সময়


আসরের সময়, জোহরের সময়ের ছায়া বাদ দিলে আসরের সময় আরম্ভ হয়,
হানাফি ছাড়া সকল মাজহাবে : বস্তুর ছায়া তার দৈর্ঘ্যের সমান হলে।
হানাফি : বস্তুর ছায়া তার দৈর্ঘ্যের দ্বিগুন হলে। এটা এক বা দেড় ঘন্টা দেরিতে হয়।


ইশা এবং ফজরের সময়,
সালাফি: সূর্যোদয় বা সূর্যাস্তের ঠিক ৯০ মিনিট পরে আরম্ভ হয় ধরা হয়।
হানাফি: সূর্যের কেন্দ্র দিগন্তের ১৮ ডিগ্রি নিচে নামলে। এটা সালাফি হিসাবের থেকে প্রায় ১০-১৫ মিনিট কম।


নতুন চাদ দেখা,
সালাফি : টেলিস্কোপে দেখলেও হবে।
হানাফি : খালি চোখে দেখতে হবে।

#HabibDiff