মাজহাব গত পার্থক্য - ১১

 
Written By Sanjir Habib On Mar-12th, 2017

মাজহাব গত পার্থক্য - ১১

আরো কিছু পার্থক্য যেগুলো নিয়ে আলোচনা চোখে পড়লো।


পশ্চিম/কিবলার দিকে পা দিয়ে শোয়া
হানাফি: নিষেধ
সালাফি: জায়েজ


সামূদ্রিক প্রানি খাওয়া:

হানাফি: সমুদ্রের মাঝে শুধু মাছ খাওয়া জায়েজ। যে এলাকায় যেটা মাছ হিসাবে পরিচিত।

সালাফি: সকল সামুদ্রিক প্রানী খাওয়া জায়েজ। এর মাঝে কিছু প্রানীকে যেমন সাপ, কুমির এগুলোকে আলাদা ভাবে নিষিদ্ধ করা হয়েছে।


পূর্ব জীবনের কাজা নামাজ।

মানে কেউ ২০ বছর ধরে নামাজ পড়ে নি। এখন নামাজ পড়া আরম্ভ করেছে। তার কি আগের সব নামাজ কাজা পড়তে হবে?

হানাফি: পড়তে হবে। সাধারন নিয়ম হলো, প্রতি ওয়াক্তে আগের এক ওয়াক্ত কাজা পড়া।

সালাফি: পড়তে হবে না। বিনা কারনে নামাজ কাজা করার জন্য ঐ সময়টায় সে কাফের ছিলো। এবং কাফের থেকে কেউ মুসলিম হলে তাকে কুফরি দিনগুলোর নামাজ কাজা পড়তে হয় না।


উল্লেখ্য হানাফি আর সালাফিদের মাঝে সাব ডিভিশন আছে। আমি এতদিন আলোচনায় হানাফি এবং সালাফি মাজহাবের মূলধারা বলতে হানাফি/দেওবন্দি এবং সালাফি/সৌদি সরকারী বুঝিয়েছি। এর বাইরে দুটোরই আরো অনেক ধারা আছে।

পরবর্তি খন্ডে: কিসের ভিত্তিতে ভাগ হয়? এবং আরো ভাগগুলো।

#HabibDiff