দয়ালু দয়াময় আল্লাহর নামে।

 
Written By Sanjir Habib On Jan-28th, 2017

দয়ালু দয়াময় আল্লাহর নামে।

একটা সময় ছিলো
মানুষ বলার মত কিছু ছিলো না।
মানুষকে আমি শুক্র থেকে সৃষ্টি করেছি
মিশ্রিত বিন্দুর মত।
চোখ-কান দিয়েছি, পথ দেখিয়েছি,
হোক কৃতজ্ঞ, হোক অকৃতজ্ঞ।

কাফেরদের জন্য আছে শিকল, পায়ের বেড়ি, আগুন
আর সৎ লোকেরা গ্লাস থেকে খাবে
যাতে কাফুর মেশানো।
এটা ঝর্না, এ থেকে আল্লাহর বান্দারা খাবে
বেগে ছুটে

তারা তাদের কাজকে পূর্ন করেছিলো
তারা ভয় করতো ঐ দিনকে যেদিন চারিদিকে খারপ ছড়িয়ে পড়বে।

আল্লাকে ভালোবেসে তারা খাওয়াত মিসকিন, এতিম আর বন্ধিদের –
আমরা তোমাদের খাওয়াই শুধু আল্লাহকে খুশি করার জন্য!
না তোমাদের কাছে এর বিনিময় চাই,
না কোনো ধন্যবাদও!
আমরা আমাদের রবকে ভয় করি!
সেই কঠিন ভয়ংকর দিনের জন্য।

আল্লাহ তাদের রক্ষা করবেন সেই দিনের কষ্ট থেকে।
তাদের সাথে দেখা করবেন, তারা খুশি আনন্দিত করে।

তাদের সবরের প্রতিদান হলো জান্নাত, রেশমি কাপড়।
তারা সোফায় হেলান দিয়ে বসবে।
সেখানে সূর্য দেখবে না, শীতও না।

কিছু উপরে থাকবে গাছের ছায়া
ফলের ঝুটি ঝুলিয়ে দিয়ে

তাদের মাঝে ঘুরবে রূপার বাটি আর ক্রিস্টালের গ্লাস।
ক্রিষ্টাল আবার রূপার তৈরি, মেপে পূর্ন করা।

তাদেরকে খেতে দেবে গ্লাস ভরা যানজাবিল