মাজহাব গত পার্থক্য - ৪

 
Written By Sanjir Habib On Jan-3rd, 2017

মাজহাব গত পার্থক্য - ৪


নামাজে সুরা ফাতিহা

সালাফি: প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়তে হবে। মুক্তাদি যারা ইমামের পেছনে নামাজ পড়ছেন তাদেরকেও পড়তে হবে। ইমাম জোরে কিরাত পড়ুক বা আস্তে। জোরে পড়ার ক্ষেত্রে:

হানাফি: ইমামের পেছনে মুক্তাদিরা সুরা ফাতিহা পড়বে না। ইমাম জোরে পড়ুক বা আস্তে। অধিকিন্তু ৪ রাকাত ফরজ নামাজগুলোর ৩য় ও ৪র্থ রাকাতে সুরা ফাতিহা পড়া ওয়াজিব না। ঐচ্ছিক। অনেক ইমাম ঐ দুই রাকাতে তিন বার সুবহানাল্লাহ পড়ে রুকুতে চলে যান। সুরা ফাতিহা না পড়ে।


নামাজে হাত বাধা
হানাফি: নাভির কাছে।
সালাফি: বুকের কাছে।


রাফে ইয়াদাইন
রুকু এবং সিজদার পূর্বে আল্লাহু আকবার বলার সময় দুই হাত আবার কানের কাছে তোলা
হানাফি: করবে না।
সালাফি: করবে।

#HabibDiff