চলতে ফিরতে অনেকে অনেক মাসলা জিজ্ঞাসা করে। মাসলা বলতে বুঝাচ্ছি, "নামাজে এটা করলে

 
Written By Sanjir Habib On Nov-21st, 2016

চলতে ফিরতে অনেকে অনেক মাসলা জিজ্ঞাসা করে। মাসলা বলতে বুঝাচ্ছি, “নামাজে এটা করলে কি করতে হবে?”, “এরকম হলে নামাজ হবে কিনা” এই সব প্রশ্নের উত্তর।

হানাফি মাজহাবের অনুসারীদের জন্য এই সকল প্রশ্নের ৯৮% উত্তর “বেহেস্তি জেওর” নামক বইয়ের বাংলা অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে জেনে নেয়া যায়। তিন খন্ডে এই বইটা যে কোনো ইসলামি বইয়ের দোকানে পাওয়া যায়।

পুরোটা পড়তে ৩ দিনের বেশি লাগার কথা না। কিন্তু একবার পড়ে শেষ করলে কয়েক বছর পর্যন্ত, মানে যতদিন মনে থাকে তত দিন পর্যন্ত, অধিকাংশ মাসলার উত্তর আপনার জানা থাকবে।

আর সালাফিদের জন্য বেস্ট সোর্স সম্ভবতঃ হলো islamqa.com. আমার জানা নেই।