হজ্জে মিনার প্রথম দিন যে সমস্যা গুলো হয়, এবং সমাধান:

 
Written By Sanjir Habib On Sep-10th, 2016

হজ্জে মিনার প্রথম দিন যে সমস্যা গুলো হয়, এবং সমাধান:

সমস্যা: বাথরুমে বিশাল লাইন!

সমাধান: নামাজের আগে বাথরুমে না গিয়ে নামাজের পরে যেতে হবে। নামাজের অগে প্রতি দরজায় ৬ জন করে থাকলে পরে ১ জনও থাকে না। আর এই ভীড় দেখে ভয় পাবার কিছু নেই। ভিড় শুধু প্রথম দিন থাকে। এর পর আর দেখা যায় না।

সমস্যা: ছেলে-মেয়ে এক তাবুতে ঢুকিয়ে দিয়েছে কারন এজেন্সির লোক পর্দা বুঝে না। অথবা কোনো এক ফেমিলি তাবুতে ঢুকে আর কাউকে ঢুকতে দেবে না, কারন ভেতরে মহিলা আছে।

সমাধান: সাধারনতঃ কিছুক্ষন অপেক্ষা করলেই এই সমস্যা সমাধান হয়ে যায়। ছেলে মেয়ে আলাদা তাবুতে ভাগ হয়ে যাবে। এর আগে চেচামেচি হয়, কিন্তু আমাকে চুপ করে সাইডে বসে থাকতে হবে। লা জিদারা ফিল হজ্জ – হজ্জে ঝগড়া ঝাটি নেই।

সমস্যা: নামাজ ২ রাকাত নাকি ৪ রাকাত পড়তে হবে এটা নিযে গন্ডোগোল। সালাফিদের মতে ২ রাকাত। হানাফিদের মতে ৪ রাকাত। শেষে আলাদা আলাদা জামাত।

সমাধান: ইমাম সাহেব যত রাকাত পড়বেন, আমিও তত রাকাত।

সমস্যা: বিকাল ৪ টা হয়ে যাচ্ছে, সবার পেট চু চু করছে। অন্য সব তাবুতে খাবার দিয়ে দিয়েছে, অমাদের কাফেলার খাবারের খবর নেই।

সমাধান: না খেয়ে লম্বা সময় থাকার অভ্যাস করে আসতে হয়। ধর্য্য ধরে সবর করতে হয়। আগে থেকে কিছু খাবার সংগে রাখতে হয়।

সমস্যা: মোবাইলের চার্জ দেবার সকেট একটা, মোবাই কয়েকশ।
সমাধান: হজ্জে যাবার আগে ১০ গজ তারের একটা মাল্টিপিন কানেকটর বানিয়ে নিয়ে যেতে হবে। নিজেও ব্যবহার করতে পারবো, অন্য হাজ্জিদেরও উপকার হবে।

সমস্যা: বিভিন্ন সমস্যা সমাধানের আন্দোলনে কেন শরিক হচ্ছি না, এটা নিয়ে ধমকা ধমকি। :-P “আপনারা বসে থাকলে তো হবে না!”

সমাধান: ধমক খেয়েও হাসি মুখে চুপ করে বসে থাকতে হবে :-D কাজ করার জন্য কাফেলার লোক আছে।

সমস্যা: প্রত্যেক তাবুতে মাইক লাগিয়ে এমন লম্বা বয়ান, দোয়া চলছে যে ঘুমাতে পারছি না। “ভাই জরুরী কথা! কেউ ঘুমাবেন না”

সমাধান: :-D

#HabibHajj