জুমার দিন একটা সময় আছে ঐ সময়ে যে দোয়াই করা হোক আল্লাহ তায়ালা ঐ দোয়াটা কবুল করেন।

 
Written By Sanjir Habib On Jun-10th, 2016

জুমার দিন একটা সময় আছে ঐ সময়ে যে দোয়াই করা হোক আল্লাহ তায়ালা ঐ দোয়াটা কবুল করেন।

হাদিসে এতটুকু আছে। সময়টা বলে দেয়া নেই। তবে রাসুলুল্লাহ ﷺ হাত দিয়ে অল্প দেখিয়ে বুঝিয়েছেন, সময়টা খুব সংক্ষিপ্ত।

ঐ সময়টা কখন, সে ব্যপারে ভিন্ন ভিন্ন মত আছে।


প্রথম মত হলো, এটা জুম্মার রাতে। ভোর রাত্রের দিকে।

যেমন ইয়াকুব আ: যখন উনার ছেলেদের বলেছিলেন “ছাওফা আছতাগফিরু লাকুম রাব্বি” “শিগ্রই তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো।” সুরা ইউসুফ। অর্থাৎ উনি ঐমুহুর্তে তাদের জন্য ক্ষমা চান নি। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, উনি অপেক্ষা করেছিলেন পরবর্তি জুমার রাতের জন্য। তফসিরে তাবারি দ্রস্টব্য।


দ্বিতীয় মত হলো এটা জুম্মার দিন দুপুরে। ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে উঠতে থাকেন।

একটি বিখ্যাত হাদিসে যেমন বর্নিত আছে রাসুলুল্লাহ ﷺ একবার ঐ সময়ে তিনবার আমিন বলেছিলেন। পরবর্তিতে বলেছিলেন জিব্রিল আঃ ঐ সময়ে তিনটা দোয়া করেছিলো আমি আমিন বলেছি। রমজান পেয়ে যে গুনাহ মাফ করাতে পারলো না, রাসুলুল্লাহ ﷺ এর নাম নেবার পর যে দুরুদ শরিফ পাঠ করলো না, আর পিতা-মাতাকে পেয়েও জান্নাত পেলো না তাদের ধংশের জন্য।


তৃতীয় মত হলো সময়টা জুম্মার দিন আসর থেকে মাগরিব এর মাঝে।

যেমন এর পক্ষে একজন সাহাবি থেকে বর্নিত আছে। অন্য এক জন বললেন ঐ সময় তো নামাজ পড়া যায় না। তখন ঐ সাহাবী জবাব দিলেন ওজু করে নামাজের অপেক্ষা করা নামাজে পড়ার মতই।


চতুর্থ মত হলো সময়টা ঘুরে। শবে কদরের রাত্রির মত।

আল্লাহ তায়ালা আমাকে, আমার পিতা-মাতাকে আর সমস্ত মু'মিন-মুসলিমদের ক্ষমা করুন।

#HabibDua