(সহজ করে লিখলাম, বাচ্চাদের জন্য)

 
Written By Sanjir Habib On May-10th, 2016

(সহজ করে লিখলাম, বাচ্চাদের জন্য)

  1. মাজহাব কি?

ইসলামের প্রথম যুগে, আলেমরা ইলম অর্জন করতো আর সাধারন মানুষেরা আলেমদের প্রশ্ন করে জেনে নিতো কি ভাবে কি করতে হবে। যেমন ওজু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, ঐ হলে নামাজ হবে কিনা। এসব।

এর মাঝে একজন আলেম খুব জনপ্রীয়তা পেলেন। উনার নাম আবু হানিফা। উনি যেভাবে যেটা করতে বলে দিয়ে গিয়েছেন সেটাকে বলে হানাফি মাজহাব।

এর পর আরো তিন জন জনপ্রীয়তা পেয়েছেন। তাদের নামে হয়েছে: মালেকী, শাফেয়ী আর হাম্বলি মাজহাব।

  1. আমরা কোন মাজহাব?

হানাফি মাজহাব। ইন্ডিয়া, পাকিস্তা, বাংলাদেশে যারা আছে বেশিরভাগ হানাফি।

  1. আহলে হাদিস কি?

কিছু লোক মাজহাব অনুসরন না করে কোরআন হাদিস পড়ে “কিভাবে কি করতে হবে” সেটা বুঝে নেয়। তাদের বলে আহলে হাদিস।

  1. সালাফি কি?

আরব দেশগুলোতে আহলে হাদিসকে বলে সালাফি।

  1. আহলে হাদিস আর আমাদের মাঝে পার্থক্য কি?

আহলে হাদিসের নিয়মগুলো হাম্বলি মাজহাবের সাথে মিলে যায়। আমাদের সাথে কিছু কিছু জায়গায় অমিল আছে।

  1. যেমন?

তারা নামাজের মাঝখানেও আল্লাহু আকবার বলে হাত তুলে, আমরা তুলি না। এরকম কিছু।

  1. কোনটা ঠিক?

দুটাই।

  1. আমি কোনটা করবো?

যে মাজহাবের নিয়ম তুমি জানো সেই মাজহাব। অথবা তুমি যে দেশে থাকো ঐ দেশের বেশির ভাগ মানুষ যে মাজহাব মানে সেই মাজহাব।

#HabibDiff