উসমান রা: এর খিলাফতের সময়।

 
Written By Sanjir Habib On Mar-29th, 2016

উসমান রা: এর খিলাফতের সময়।
হজ্জের দিনগুলোতে।
মিনা-তে।

সাহাবী আব্দুল্লাহ ইবন মাসঊদ রা: মসজিদে ঢুকে জিজ্ঞেস করলেম, “আমীরুল মু‘মিনীন যােহরের নামায কয় রাকাত আদায় করেছেন?”

লোকেরা জবাব দিলেন, “চার রাকা‘আত৷”

ইবনে মাসউদ রা: ও চার রাকাত আদায় করলেন।

তখন লোকেরা বললাে, “আপনি তো আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ ﷺ এখানে দুই রাকাত আদায় করেছেন।
আবু বকর রা: এখানে দুই রাকাত আদায় করেছেন।
উমর রা: এখানে দুই রাকাত নামাজ আদায় করেছেন।”

ইবনে মাসউদ রা: বললেন, “হ্যা। এখনো আমি সে হাদীস শোনাচ্ছি। তবে আমি ইখতিলাফ পছন্দ করি না৷”

(আল বিদায়া, ৭ম খন্ড)


১৪শ বছর পরে।

হজ্জের সময় বাংলাদেশিদের তাবু গুলোতে জোহরের নামাজ দুই রাকাত নাকি চার রাকাত পড়া হবে, সেটা নিয়ে ঝগড়া চলে।

শেষে ভিন্ন ভিন্ন জামাত।


ইখতেলাফ – ঐক্য – আমিরের অনুসরন।
আর আমি যেটা জানি ভুল – সেটাও ঐক্যের জন্য মেনে নেয়া।