হজ্জের ব্যপারে চারটা ভুল ধারনা:

 
Written By Sanjir Habib On Dec-15th, 2014

হজ্জের ব্যপারে চারটা ভুল ধারনা:

ধারনা: হজ্জ একবার করলেই হয়, বছর বছর করা ভালো না।
উত্তর: বছর বছর হজ্জ করা আরো ভালো।
http://islamqa.info/en/41143

ধারনা: বার বার হজ্জে না করে, ঐ টাকাটা গরিবদেরকে দান করলে আরো বেশি সোয়াব।
উত্তর: স্পেশাল কয়েকটি কেস ব্যতিত, গরিবদের দান করার থেকে নফল হজ্জে সোয়াব বেশি।
http://islamqa.info/en/36875

ধারনা: নিজের নামে বার বার নফল হজ্জ করার বদলে, মৃত আত্মিয়দের নামে কিছু বদলি হজ্জ করা ভালো।
উত্তর: নফল হজ্জ নিজের নামে করা বেশি ভালো। শুধু পিতা মাতার ফরজ হজ্জ থাকলে সেটার বদলি করাটা এর ব্যতিক্রম।
http://islamqa.info/en/46547

ধারনা: বছর বছর হজ্জে গিয়ে মক্কা শরিফে ভিড় বাড়িয়ে, ফরজ হজ্জ করতে আসা হাজ্জীদের কষ্ট দেয়ার কোনো মানে আছে?
উত্তর: এক জন বিচক্ষন লোক হজ্জে গিয়ে অন্য হাজ্জিদের কষ্ট না দিয়েও হজ্জ শেষ করে ফিরতে পারেন।
http://islamqa.info/en/41977

রেফারেন্স প্রতিটা উত্তরের নিচের লিংকে দেয়া আছে।