মাসলা মাসায়িল সাধারনতঃ মানুষ কোরআন শরিফ থেকে সরাসরি শিখে না। এ সব ক্ষেত্রে যে

 
Written By Sanjir Habib On Mar-22nd, 2013

মাসলা মাসায়িল সাধারনতঃ মানুষ কোরআন শরিফ থেকে সরাসরি শিখে না। এ সব ক্ষেত্রে যে যার মাজহাবের আলেমদের অনুসরন করে। তবে কোরআন শরিফ পড়ে আমি যে দুটো জিনিষ শিখেছি যা অন্যদের কাছে থেকে শিখতে পারিনি সেগুলো হল:

১। বার বার এসেছে আল্লাহকে ‘ভয়’ করারা কথা, উনাকে ‘ভালবাসার’ কথা না:
আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেছিলাম আল্লাহকে ভালবাসতে হবে। কিন্তু কোরআন শরিফ পড়ে দেখলাম সবজায়গায় বরং উনাকে ভয় করার হুকুম এসেছে। ‘ইত্তাকিল্লাহ’, ‘তাকওয়া’, ‘মুত্তাকি’ ইত্যাদি শব্দ দ্বারা কিছুক্ষন পর পরই আল্লাহকে ভয় করার হুকুম ও পুরষ্কারের কথা এসেছে। শত বার ভয় করার কথার হুকুমের বিপরিতে শুধু দু এক জাগায় ভালবাসার কথা দেখলাম তাও ‘ওরা আল্লাহকে ভালবাসে’ এভাবে, ‘তোমরা আল্লাহকে ভালবাসো’ এভাবে না।

২। ‘হাশরের’ দিনটাকে বেশি ভয় করতে হবে, ‘কবরকে’ না:
আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেছিলাম কবর ভয়ানক, এ থেকে বার বার মুক্তি চেতে হবে। কবরের অবস্থা নিয়ে কান্না, সংগিত, ভিডিও অনেক কিছুই আছে। কিন্তু কোরআন শরিফ পড়ে দেখলাম, বার বার শুধু হাশরের ময়দানের কথাই বলা হয়ছে। সেটারই ভয় দেখানো হয়েছে বেশি। এমন কি মনে হল জাহান্নাম থেকেও হাশরের ময়দানের কথাই বেশি বলা হয়েছে।