সফরে যাবার আগে একটা দোয়া আছে। ওটা পড়লে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ তায়ালা

 
Written By Sanjir Habib On Oct-28th, 2014

সফরে যাবার আগে একটা দোয়া আছে। ওটা পড়লে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ তায়ালা সব কিছু হিফাজত করে রাখেন। যাবার আগে পড়ে নিলাম।

তিনটা বিষয় নিয়ে বেশি চিন্তে ছিলো। ছোট বিষয় যেহেতু, তাই ওগুলো দোয়ার কভারেজে আসবে কি না বুঝতে পারছিলাম না।

প্রথমতঃ বাসার ইন্টারনেট কানেকশন। কেটে গেলে আর স্কাইপ করা যাবে না। দ্বিতীয়ত্ব, আমার মানিব্যেগটা। হারিয়ে গেলে এটিএম কার্ডটাও যাবে, দুই মাসের জন্য ঝক্কি। থার্ড, আমার eye-ফোন। এটা গেলে বৌয়ের ধাতানি খেতে হবে।

ফলস ফ্লেগ। সকল আশংকা ভুল প্রমান করে আল্লাহর রহমতে কিছুই হলো না। সব কিছু ঠিক রেখে সহি সালামতে ফিরে আসলাম। বুঝলাম দোয়াটা কাজে লেগেছে।

এর পর/

ফেরার প্রথম দিন, মোডেমের এডাপটারটা জ্বলে গেলো। ইন্টারনেট বন্ধ।

কয়েকদিন পর, এটিএম কার্ড সহ মানি ব্যগটা হারিয়ে গেলো।

কয়েকদিন পর,

এবার জানি কি হবে! তাই ঝটাপট আমার eye-ফোনটা স্ত্রীকে হাদিয়া দিয়ে দিলাম। প্রশস্ত একটা হাসি দিয়ে। :-D

দোয়াটা ছিল “ফিরে আসার পূর্ব পর্যন্ত"। অতটুকু কবুল হয়েছে।