টিকার কাগজ নিয়ে হজ্জ অফিসে এসে দেখি অফিস বন্ধ। চার দিকে তাকিয়ে দেখি এজেন্সির

 
Written By Sanjir Habib On Oct-26th, 2014

টিকার কাগজ নিয়ে হজ্জ অফিসে এসে দেখি অফিস বন্ধ। চার দিকে তাকিয়ে দেখি এজেন্সির সাইন বোর্ড একটাও নেই। কল দিলাম, মেনেজারের মোবাইলও বন্ধ। অথচ ফুটপাথের উপরের এই অপরিচিত এজেন্সির অফিসে আমি পুরো টাকা দিয়ে বসে আছি!

এক্সপেরিয়েন্স থেকে জানি অতিরিক্ত খারাপ কিছু চোখে চোখে পড়লে বুঝতে হবে এর কোনো ব্যখ্যা আছে, আমি জানি না। কোনো কিছুই এত খারাপ না। তার পরও এর আর অন্য কি ব্যখ্যা হতে পারে চিন্তে করেও কিছু বের করতে পারলাম না।

এক সপ্তাহ পর কল আসলো আমার মোবাইলে,

“হজ্জ অফিস থেকে বলছি, আপনার টিকিট নিয়ে যান।”
“কোথা থেকে? আপনাদের অফিস থেকে?”
“হ্যা”
“ওই দিন বন্ধ ছিল কেন?”
“বৃহস্পতিবার বন্ধ থাকে, এ এলাকার জন্য সরকারী নিয়ম।”
“সাইন বোর্ড ছিল না কেন?”
“অফিস বন্ধ করার আগে, ফুটপাথের উপর থেকে সাইন বোর্ডগুলো ভাজ করে ভেতরে ঢুকিয়ে রাখি।”
“ফোন কি বন্ধ ছিল?”
“বোধ হয় টিকিটের জন্য বিমান অফিসে ছিলাম। ভিড়ে পড়লে মোবাইল বন্ধ রাখি।”